বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রতিবেশী দেশ ভারতে করেনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (২৬ এপ্রিল) থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখা হবে।
রোববার (২৫ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল সোমবার থেকে সীমান্ত ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামীকাল সোমবার থেকে ১৪ দিনের জন্য দেশের সকল স্থলবন্দর বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন চলবে।
সীমান্ত বন্ধের বিষয়ে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।
রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, ভারতে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে।
বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২১/এ