ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিএইচডি ডিগ্রি লাভ করলেন বন্যা

  • পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • 81

বিনোদন ডেস্ক : পিএইচডি ডিগ্রি লাভ করলেন দেশের নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পিএইচডি ডিগ্রির এই পাঠ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছর আগে উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফির (পিএইচডি) কোর্স শুরু করেছিলেন।

শুরুতে এই কোর্সে তার গাইড হিসেবে ছিলেন ড. মৃদুল চক্রবর্তী। পরে যুক্ত হন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বন্যা এই ডিগ্রি অর্জন করতে করতে তারা দুজনই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম অর্জন। অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত পিএইচডি কমপ্লিট করতে পেরেছি! আমি যখন পিএইচডি শুরু করি, তখন আমার গাইড আমারই বন্ধু ড. মৃদুল চক্রবর্তী মারা গেল। শেষের দিকে আবার আরেকজন গাইড ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানও মারা গেলেন। বলা যেতে পারে, নানা চড়াই–উতরাই পার করে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়।

উল্লেখ্য, বিশ্বভারতীর ছাত্রী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের ধরণ গোটা বিশ্বে সমাদৃত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সনের দায়িত্বেও রয়েছেন তিনি। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত দেশ বরেণ্য এই রবীন্দ্রসংগীত শিল্পী। বর্তমানে বন্যার বয়স ৬৩ বছর।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিএইচডি ডিগ্রি লাভ করলেন বন্যা

পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক : পিএইচডি ডিগ্রি লাভ করলেন দেশের নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পিএইচডি ডিগ্রির এই পাঠ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছর আগে উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফির (পিএইচডি) কোর্স শুরু করেছিলেন।

শুরুতে এই কোর্সে তার গাইড হিসেবে ছিলেন ড. মৃদুল চক্রবর্তী। পরে যুক্ত হন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বন্যা এই ডিগ্রি অর্জন করতে করতে তারা দুজনই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম অর্জন। অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত পিএইচডি কমপ্লিট করতে পেরেছি! আমি যখন পিএইচডি শুরু করি, তখন আমার গাইড আমারই বন্ধু ড. মৃদুল চক্রবর্তী মারা গেল। শেষের দিকে আবার আরেকজন গাইড ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানও মারা গেলেন। বলা যেতে পারে, নানা চড়াই–উতরাই পার করে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়।

উল্লেখ্য, বিশ্বভারতীর ছাত্রী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের ধরণ গোটা বিশ্বে সমাদৃত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সনের দায়িত্বেও রয়েছেন তিনি। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত দেশ বরেণ্য এই রবীন্দ্রসংগীত শিল্পী। বর্তমানে বন্যার বয়স ৬৩ বছর।

বিজনেস আওয়ার/২৭ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: