ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সায়েম সোবহান দেশেই আছেন

  • পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পরিবারসহ দুবাই যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। তিনি দেশেই অবস্থান করছেন বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে ভিপিসি-১১ নম্বর ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহানসহ অন্যরা ‌গেলেও কোন করণে যাননি সায়েম সোবহান। ফলে সায়েম সোবহান দেশেই আছেন।

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। সেই ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহান, রানিয়া সোবহান, শেহজাদ সোবহান, পিয়াসা সোবহান দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এই ফ্লাইটে সায়েম সোবহান তানভীরসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দুবাই যাবার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সায়েম সোবহানসহ অন্যরা কেউ যাননি। আমরা চেক করে দেখেছি সে দেশেই আছে।

এ প্রসঙ্গে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি লিখেছি। মৌখিকভাবে তার বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। সায়েম সোবহান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সায়েম সোবহান দেশেই আছেন

পোস্ট হয়েছে : ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পরিবারসহ দুবাই যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। তিনি দেশেই অবস্থান করছেন বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে ভিপিসি-১১ নম্বর ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহানসহ অন্যরা ‌গেলেও কোন করণে যাননি সায়েম সোবহান। ফলে সায়েম সোবহান দেশেই আছেন।

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। সেই ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহান, রানিয়া সোবহান, শেহজাদ সোবহান, পিয়াসা সোবহান দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এই ফ্লাইটে সায়েম সোবহান তানভীরসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দুবাই যাবার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সায়েম সোবহানসহ অন্যরা কেউ যাননি। আমরা চেক করে দেখেছি সে দেশেই আছে।

এ প্রসঙ্গে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি লিখেছি। মৌখিকভাবে তার বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। সায়েম সোবহান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: