ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্রাণ হারালেন এসআই নাজিম উদ্দিন

  • পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : ময়মনসিংহে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন নাজিম উদ্দিন। পরদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার কাছে হার মেনে শুক্রবার সকালে জীবন দিলেন ময়মনসিংহ জেলা পুলিশের এ সম্মুখযোদ্ধা।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

বিজনেসে আওয়ার/৩০ এপ্রিল, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় প্রাণ হারালেন এসআই নাজিম উদ্দিন

পোস্ট হয়েছে : ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ময়মনসিংহে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন নাজিম উদ্দিন। পরদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার কাছে হার মেনে শুক্রবার সকালে জীবন দিলেন ময়মনসিংহ জেলা পুলিশের এ সম্মুখযোদ্ধা।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

বিজনেসে আওয়ার/৩০ এপ্রিল, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: