স্পোর্টস ডেস্ক : করোনা প্রাদুর্ভাবের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের খেলা চালিয়ে নেয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। তবে এখন আইপিএল থেকে করোনার বিরুদ্ধে লড়াই করার আর্থিক সহায়তাও পাচ্ছে ভারত।
দেশটির সবচেয়ে বড় ক্রিকেট তারকা শচিন টেন্ডুলকার এরই মধ্যে দিয়েছে ১ কোটি রুপি অনুদান। তারই পদাঙ্ক অনুসরণ করে এবার এগিয়ে এলেন বর্তমান জাতীয় দলের বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। শুক্রবার অক্সিজেন কেনার জন্য মিশন অক্সিজেন ফান্ডে ২০ লাখ রুপি অনুদানের ঘোষণা দিয়েছেন ধাওয়ান।
শুধু তাই নয়, চলতি আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলে যা কিছু ব্যক্তিগত পুরস্কার পাবেন ধাওয়ান, তার সবই তিনি দান করবেন মিশন অক্সিজেন ফান্ডে। এরই মধ্যে চলতি আসরে দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ধাওয়ান।
টুইটারে তিনি লিখেছেন, আমরা এখন অনিশ্চিত সময়ের মধ্যে আছি। এখন একে অপরকে সাহায্যের জন্য সম্ভাব্য সবকিছু করা উচিত আমাদের। বছরের পর বছর ধরে আমি আপনাদের কাছ থেকে নিঃশর্ত ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থন পেয়েছি। যার ফলে আমি সত্যিই কৃতজ্ঞ।
এখন আমার পালা, দেশের মানুষের জন্য কিছু করার। আমি নগদ ২০ লাখ টাকার অনুদান দেবো। পাশাপাশি এবারের আইপিএল থেকে পারফরম্যান্সের ভিত্তিতে যত আয় করব, সব অর্থ মিশন অক্সিজেন হেল্প ফান্ডে দান করব।
আমি সম্মুখসারীর সকল যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা আপনাদের কাছে আজীবন ঋণী। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দুরত্ব বজায় রাখুন। দয়া করে প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না। ঐক্যবদ্ধ থেকে আমরা এ লড়াইয়ে জিতব।
বিজনেস আওয়ার/০১ মে, ২০২১/এ