স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে একেরপর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন ফাওয়াদ আলম। কোন মতেই যেন থামছেনই না তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। আর এ সেঞ্চুরির ফলে ফাওয়াদ নিজে ছুঁয়েছেন এমন এক কীর্তি, শেষ ৫৬ বছরে যা গড়তে পারেননি আর কেউ!
ফাওয়াদ যখন উইকেটে এসেছেন পাকিস্তান তখন সবে লিড নিয়েছে। তার খানিক আগেই সাজঘরে ফিরেছেন অধিনায়ক বাবর আজম। দুই ওভারের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা টালমাটাল পাকিস্তানকে ধাতস্থ করার কাজটা করেছেন ফাওয়াদ। সঙ্গে থাকা ওপেনার ইমরান বাটও টেকেননি বেশিক্ষণ।
এরপর ক্রিজে আসেন রিজওয়ান। এরপর, দু’জনে মিলে পাকিস্তানের সংগ্রহটাকে ৩০০ পার করান। তবে তাদের ১০৭ রানের জুটি ভাঙে ব্লেসিং মুজারাবানির আঘাতে, তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ৪৫ রান করা রিজওয়ান। পরের ওভারে ফাহিম আশরাফকেও ফেরান ডোনাল্ড তিরিপানো।
তবে অন্য প্রান্ত আগলে রেখেছিলেন ফাওয়াদ। ৭২ বলে ছুঁয়ে ফেলেন অর্ধশতক, আর একই ছন্দে তিন অঙ্কের দেখা পান ১৪৩ বলে। এর ফলে শেষ পাঁচ ইনিংসে এ নিয়ে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ফাওয়াদ।
আর টেস্ট ক্যারিয়ারে ফিফটি করার আগে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডের ছোট্ট তালিকাতেও ঢুকে গেছেন তিনি।
ফাওয়াদ তার ক্যারিয়ারের প্রথম চারটা ফিফটিকেই রূপ দিয়েছেন সেঞ্চুরিতে, ক্যারিয়ারের শুরুতে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার তার সঙ্গে সমতায় আছেন কেবল চারজন, যার সর্বশেষটা আবার এসেছিল সেই ১৯৬৬ সালে।
তার চেয়ে এগিয়ে আছেন কেবল দু’জন। জর্জ হ্যাডলি আর এভারটন উইকস নিজেদের ক্যারিয়ারের প্রথম অর্ধশতককে শতকে রূপ দিয়েছেন যথাক্রমে ৬ ও ৫ বার। ক্যারিয়ারের প্রথম চার ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ১৯৩০-৩১ সালে জর্জ হ্যাডলি, ১৯৪৮ সালে এভারটন উইকস, ১৯৪৮-৫০ সালে নিল হার্ভে, ১৯৬২ সালে পিটার পারফিট ও ১৯৬৪-৬৬ সালে জন এডরিচ ।
বিজনেস আওয়ার/০১ মে, ২০২১/এ