ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিরি‘আ শিরোপা জিতলো ইন্টার মিলান

  • পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • 63

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার। এর আগে ক্রোতোনের মাঠে গত শনিবার ২-০ গোলে জিতে শিরোপা জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিল ইন্টার।

এনিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আসরটির শিরোপা জিতেছিল ইন্টার মিলান।একই সঙ্গে শেষ হলো ইতালির শীর্ষ লিগে জুভেন্তাসের ৯ বছরের আধিপত্যের।

সমীকরণ ছিল সাস্সুয়োলোর মাঠে আতালান্তার পরাজয় অথবা ড্র, যাই হোক না কেন শিরোপা জিতবে ইন্টার মিলান। রোববার সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার।

চলতি সিরি ‘আ’র ৩৪ রাউন্ড শেষে ইন্টারের সংগ্রহ ৮২ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আটলান্টা সমান ম্যাচে পেয়েছে ৬৯ পয়েন্ট। তিন ও চার নম্বরে থাকা এসি মিলান ও জুভেন্টাসের সংগ্রহও ৬৯ পয়েন্ট।

বিজনেস আওয়ার/০৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরি‘আ শিরোপা জিতলো ইন্টার মিলান

পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার। এর আগে ক্রোতোনের মাঠে গত শনিবার ২-০ গোলে জিতে শিরোপা জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিল ইন্টার।

এনিয়ে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আসরটির শিরোপা জিতেছিল ইন্টার মিলান।একই সঙ্গে শেষ হলো ইতালির শীর্ষ লিগে জুভেন্তাসের ৯ বছরের আধিপত্যের।

সমীকরণ ছিল সাস্সুয়োলোর মাঠে আতালান্তার পরাজয় অথবা ড্র, যাই হোক না কেন শিরোপা জিতবে ইন্টার মিলান। রোববার সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার।

চলতি সিরি ‘আ’র ৩৪ রাউন্ড শেষে ইন্টারের সংগ্রহ ৮২ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আটলান্টা সমান ম্যাচে পেয়েছে ৬৯ পয়েন্ট। তিন ও চার নম্বরে থাকা এসি মিলান ও জুভেন্টাসের সংগ্রহও ৬৯ পয়েন্ট।

বিজনেস আওয়ার/০৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: