ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাই-রাজস্থানের ম্যাচও পিছিয়ে যাচ্ছে

  • পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • 32

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচও স্থগিত হচ্ছে। দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিসহ চেন্নাইয়ের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে দলের সবাইকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে বলেছে চেন্নাই। ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবারের ম্যাচটি খেলা সম্ভব হবে না চেন্নাইয়ের পক্ষে। এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলকে এটি জানি দিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী বিশ্বনাথন জানিয়েছেন যে, নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আইপিএল আয়োজকদের কাছে চিঠি দিয়েছেন তারা।

দুই সদস্য করোনা পজিটিভ হওয়ার পর দেরি না করে সবাইকে আইসোলেশনে পাঠিয়েছেন তারা। তাই এখন বুধবারের ম্যাচটি খেলার সুযোগ নেই। শুধু বুধবারের ম্যাচটিই নয়, এই সাতদিনের মধ্যে পড়ছে আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিও।

তবে এখনও ম্যাচ পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজকরা।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চেন্নাই-রাজস্থানের ম্যাচও পিছিয়ে যাচ্ছে

পোস্ট হয়েছে : ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচও স্থগিত হচ্ছে। দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিসহ চেন্নাইয়ের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমন পরিস্থিতিতে দলের সবাইকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে বলেছে চেন্নাই। ফলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবারের ম্যাচটি খেলা সম্ভব হবে না চেন্নাইয়ের পক্ষে। এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলকে এটি জানি দিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী বিশ্বনাথন জানিয়েছেন যে, নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আইপিএল আয়োজকদের কাছে চিঠি দিয়েছেন তারা।

দুই সদস্য করোনা পজিটিভ হওয়ার পর দেরি না করে সবাইকে আইসোলেশনে পাঠিয়েছেন তারা। তাই এখন বুধবারের ম্যাচটি খেলার সুযোগ নেই। শুধু বুধবারের ম্যাচটিই নয়, এই সাতদিনের মধ্যে পড়ছে আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিও।

তবে এখনও ম্যাচ পেছানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজকরা।

বিজনেস আওয়ার/০৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: