আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব প্রতিদিন বেড়েই চলেছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে মৃত্যুর রেকর্ড। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন। শনিবার (৮ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৯১১ জনের। এরপর রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
করোনায় মৃত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে মৃতুর হার হু হু করে বাড়ছে। দেশোটিতে মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৬৫। চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ১০১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
বিজনেস আওয়ার/০৮ মে, ২০২১/এ