স্পোর্টস ডেস্ক : এপ্রিল মাসে আইসিসির পুরুষ বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। গত জানুয়ারি থেকে আইসিসি প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করে আসছে।
এর আগের তিন মাসেই ছিল ভারতীয়দের আধিপত্য। যেখানে জানুয়ারিতে সেরা হয়েছিলেন ঋষভ পন্থ, ফেব্রুয়ারিতে রবীচন্দ্রন অশ্বিন ও মার্চে সেরার শিরোপা পান ভুবনেশ্বর কুমার।
আইপিএল চলাকালে আন্তর্জাতিক ম্যাচ না খেলায় এপ্রিলে মনোনয়নই পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। মে মাসেও আন্তর্জাতিক সুচি নেই ভারতের। ফলে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয়দের থাকার সম্ভাবনা নেই।
এদিকে পাকিস্তান অধিনায়ক বাবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ একদিনের ম্যাচে ৮২ বলে ৯৪ রান করেন। পাকিস্তান ওই ম্যাচেও জিতেছিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দু’বার শতরান করেন তিনি। শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ বলে ৫২ রান করেন পাকিস্তানের এই ওপেনার।
বিজনেস আওয়ার/১১ মে, ২০২১/এ