ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখল জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • 37

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার রাতে সস্যুলোরের মুখোমুখি হয়েছিল তার দল জুভেন্টাস। এ ম্যাচে রোনালদোর রেকর্ডের রাতে সস্যুলোকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো।

এই জয়ের পর এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো জুভেন্টাসের। তুরিনের বুড়িদের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আতালান্তাকে। একটি সমীকরণ মিলে গেলেই চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে রোনালদোদের।

ম্যাচে জুভেন্টাসের হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন রোনালদো, আদ্রিয়েন র‍্যাবিওটচ ও পাওলো দিবালা। ​গত জানুয়ারিতে লিগের প্রথম দেখায়ও সস্যুলোকে একই ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।

ম্যাচের ২৮তম মিনিটে রাবিওর নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৫তম মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। এতে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোলের দেখা পান রোনালদো।

বিরতি থেকেই ফিরে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। তবে সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় জুভেন্টাস। এবার গোলের দেখা পান পাওলো দিবালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রাখল জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে বুধবার রাতে সস্যুলোরের মুখোমুখি হয়েছিল তার দল জুভেন্টাস। এ ম্যাচে রোনালদোর রেকর্ডের রাতে সস্যুলোকে ৩-১ গোলে হারিয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে জুভেন্টাসের উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো।

এই জয়ের পর এখনো উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার সম্ভাবনাও টিকে রইলো জুভেন্টাসের। তুরিনের বুড়িদের চ্যাম্পিয়নস লিগে উঠতে হলে হোঁচট খেতে হবে নাপোলি, এসি মিলান বা আতালান্তাকে। একটি সমীকরণ মিলে গেলেই চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে রোনালদোদের।

ম্যাচে জুভেন্টাসের হয়ে একটি করে গোলের দেখা পেয়েছেন রোনালদো, আদ্রিয়েন র‍্যাবিওটচ ও পাওলো দিবালা। ​গত জানুয়ারিতে লিগের প্রথম দেখায়ও সস্যুলোকে একই ব্যবধানে হারিয়েছিল সাদা-কালোরা।

ম্যাচের ২৮তম মিনিটে রাবিওর নৈপুণ্যে এগিয়ে যায় জুভেন্টাস। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। বিরতির ঠিক আগে ম্যাচের ৪৫তম মিনিটে রোনালদোর করা শততম গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারীরা। এতে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে দ্রুততম সেঞ্চুরি গোলের দেখা পান রোনালদো।

বিরতি থেকেই ফিরে ৫৯ মিনিটে ব্যবধান কমায় সস্যুলো। তবে সাত মিনিট পর আবারও ব্যবধান বাড়ায় জুভেন্টাস। এবার গোলের দেখা পান পাওলো দিবালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: