ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে দুই টাকায় ঈদের বাজার!

  • পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : দেশে করোনা মহামারির শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় সমাজ কল্যাণ সংস্থা’। সংগঠনটি পবিত্র রমজান মাসজুড়ে চুয়াডাঙ্গা, নোয়াখালী ও ঝিনাইদহে বিনামূল্যে ৩০ হাজার মানুষের জন্য ইফতার বিতরন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে দুই টাকায় ঈদ বাজার বিতরন করেছে সংগঠনটি। বুধবার (১২ মে) সংগঠনটির ঈদ বাজার কর্মসূচির মাধ্যমে ৫০০ জন অসহায় মানুষের মাঝে ঈদের সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

দুই টাকায় ঈদের কেনাকাটা করা মনসুর রহমান বলেন, দুই টাকায় ঈদের বাজার করতে পারব চিন্তাও করতে পারিনি। লকডাউনে কাজকর্ম নেই। আয়-রোজগার একেবারে বন্ধ। চিন্তায় ছিলাম এবার ঈদে ছেলে-মেয়েদের সেমাইও খাওয়াতে পারব না। কিন্তু শিকড়ের ঈদ বাজার সেই সুযোগটা করে দিয়েছে।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, করোনা মহামারির এই ঈদে কর্মহীন মানুষরা যেন পরিবার-পরিজন নিয়ে ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটাতে পারে, এজন্য মাত্র দুই টাকায় ঈদ-সামগ্রী প্রদান করেছি আমরা। ঈদ উপহার পেয়ে মানুষ অনেক খুশি।

২ টাকা নেয়ার ব্যাপারে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষরা যেন ক্রয় করে নেয়ার অনুভূতি পান। তারা বিষয়টি যেন দান হিসেবে না নেন, সেই বিষয়টা বিবেচনায় নিয়ে আমরা নাম মাত্র দুই টাকা নিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেছি। এতে করে যারা ঈদ বাজার নিয়েছেন তারা আত্মতৃপ্তি পেয়েছেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জীবননগরে দুই টাকায় ঈদের বাজার!

পোস্ট হয়েছে : ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : দেশে করোনা মহামারির শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় সমাজ কল্যাণ সংস্থা’। সংগঠনটি পবিত্র রমজান মাসজুড়ে চুয়াডাঙ্গা, নোয়াখালী ও ঝিনাইদহে বিনামূল্যে ৩০ হাজার মানুষের জন্য ইফতার বিতরন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে দুই টাকায় ঈদ বাজার বিতরন করেছে সংগঠনটি। বুধবার (১২ মে) সংগঠনটির ঈদ বাজার কর্মসূচির মাধ্যমে ৫০০ জন অসহায় মানুষের মাঝে ঈদের সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

দুই টাকায় ঈদের কেনাকাটা করা মনসুর রহমান বলেন, দুই টাকায় ঈদের বাজার করতে পারব চিন্তাও করতে পারিনি। লকডাউনে কাজকর্ম নেই। আয়-রোজগার একেবারে বন্ধ। চিন্তায় ছিলাম এবার ঈদে ছেলে-মেয়েদের সেমাইও খাওয়াতে পারব না। কিন্তু শিকড়ের ঈদ বাজার সেই সুযোগটা করে দিয়েছে।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, করোনা মহামারির এই ঈদে কর্মহীন মানুষরা যেন পরিবার-পরিজন নিয়ে ভালো খাবার খেয়ে আনন্দে দিন কাটাতে পারে, এজন্য মাত্র দুই টাকায় ঈদ-সামগ্রী প্রদান করেছি আমরা। ঈদ উপহার পেয়ে মানুষ অনেক খুশি।

২ টাকা নেয়ার ব্যাপারে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষরা যেন ক্রয় করে নেয়ার অনুভূতি পান। তারা বিষয়টি যেন দান হিসেবে না নেন, সেই বিষয়টা বিবেচনায় নিয়ে আমরা নাম মাত্র দুই টাকা নিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেছি। এতে করে যারা ঈদ বাজার নিয়েছেন তারা আত্মতৃপ্তি পেয়েছেন।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: