স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস বিধিনিষেধের কারণে ইউরোপসেরা প্র্রতিযোগিতার ফাইনালের ভেন্যু পাল্টে ফেলেছে উয়েফা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন পর গ্যালারিতে দর্শক ফেরাতেই ভেন্যু পাল্টেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে পর্তুগালে।
শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। করোনাভাইরাস সতর্কতায় তুরস্ককে ‘রেড’ জোনে রেখেছে ইংল্যান্ড। তবে পর্তুগাল আছে তাদের ‘গ্রিন’ লিস্টে। তাই পর্তুগালে ফাইনাল হলে ম্যানসিটি কিংবা চেলসি সমর্থকদের কোয়ারেন্টিনের প্রয়োজন পড়বে না।
নতুন ঘোষণায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু পর্তুগিজ শহর পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও। আগের নির্ধারিত ভেন্যু ছিল ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়াম। ‘অল ইংলিশ’ ফাইনাল হওয়ায় ওয়েম্বলিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল উয়েফা।
এ ব্যাপারে তারা যুক্তরাজ্য সরকার ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে সঙ্গে আলোচনাতেও বসেছিল। কিন্তু স্পন্সর, ভিআইপি ও ব্রডকাস্টারদের কোয়ারেন্টিন ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। ফলে পর্তুগিজ শহর পোর্তোকে বেছে নিয়েছে উয়েফা।
বিজনেস আওয়ার/১৪ মে, ২০২১/এ