ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘রাধে’র চাপে ক্র্যাশ করলো ওটিটি

  • পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • 42

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ট্রাস্টেড ভাই’ বহুদিন ধরে আলোচনায় ছিল। ভারতে জিফাইভ ও জিপ্লেক্স এবং ভারতের বাইরে সিনেমাহলে গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাড়াহুড়া করে সবাই লগইন করতে চান ওটিটি অ্যাপে। কিন্তু দর্শকদের চাপে ক্র্যাশ করলো জিফাইভ অ্যাপ। মুহূর্তেই ভেঙে পরে অ্যাপের পরিষেবা। তবে সবাই যে সিনেমাটি দেখতে পাননি, তা নয়। অনেকেই দেখেছেন সিনেমাটি।

জিফাইভ টুইটারে পোস্ট করে জানায়, আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।

বুধবারই সালমান খান দেশের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকদের কাছে দুঃখ প্রকাশ করেন যে, এবছর তার সিনেমা দেশের হলে রিলিজ হতে পারছে না। কারণ কোভিডের দ্বিতীয় ঢেউ। যারা ‘রাধে’র রাইটস কিনেছিলেন, তাদের জন্যই দুঃখপ্রকাশ করেন অভিনেতা।

এদিন ওটিটিতে সিনেমা রিলিজ ও তাকে ঘিরে বেলা ১২টার সময়ে উন্মাদনা ফের প্রমাণ করলো ‘সালমান ইজ সালমান’। বাকি ‘খান’দের তুলনায় এই মুহূর্তে তিনি ঢের এগিয়ে। প্রভু দেবা পরিচালিত সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দিশা পাটানি। এছাড়া আরও অভিনয় করেছেনরণদীপ হুদা, জ্যাকি শ্রফ।

বিজনেস আওয়ার/১৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘রাধে’র চাপে ক্র্যাশ করলো ওটিটি

পোস্ট হয়েছে : ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: ইওর মোস্ট ট্রাস্টেড ভাই’ বহুদিন ধরে আলোচনায় ছিল। ভারতে জিফাইভ ও জিপ্লেক্স এবং ভারতের বাইরে সিনেমাহলে গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমাটি।

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাড়াহুড়া করে সবাই লগইন করতে চান ওটিটি অ্যাপে। কিন্তু দর্শকদের চাপে ক্র্যাশ করলো জিফাইভ অ্যাপ। মুহূর্তেই ভেঙে পরে অ্যাপের পরিষেবা। তবে সবাই যে সিনেমাটি দেখতে পাননি, তা নয়। অনেকেই দেখেছেন সিনেমাটি।

জিফাইভ টুইটারে পোস্ট করে জানায়, আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।

বুধবারই সালমান খান দেশের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকদের কাছে দুঃখ প্রকাশ করেন যে, এবছর তার সিনেমা দেশের হলে রিলিজ হতে পারছে না। কারণ কোভিডের দ্বিতীয় ঢেউ। যারা ‘রাধে’র রাইটস কিনেছিলেন, তাদের জন্যই দুঃখপ্রকাশ করেন অভিনেতা।

এদিন ওটিটিতে সিনেমা রিলিজ ও তাকে ঘিরে বেলা ১২টার সময়ে উন্মাদনা ফের প্রমাণ করলো ‘সালমান ইজ সালমান’। বাকি ‘খান’দের তুলনায় এই মুহূর্তে তিনি ঢের এগিয়ে। প্রভু দেবা পরিচালিত সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দিশা পাটানি। এছাড়া আরও অভিনয় করেছেনরণদীপ হুদা, জ্যাকি শ্রফ।

বিজনেস আওয়ার/১৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: