ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার এফবিসিসিআইয়ের দায়িত্ব নেবে জসিম উদ্দিন পর্ষদ

  • পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • 74

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন নতুন পর্ষদ আগামী দুই বছরের জন্য সংগঠনটির দায়িত্ব নেবে আগামী বুধবার। এর আগে গত বুধবার সংগঠনটির ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত পর্ষদের চূড়ান্ত ফলাফল জানান এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।

সেখানে বলা হয়, এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম ও তাঁর পর্ষদ ১৯ মে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি জসিম উদ্দিন ২০১০-১২ সালে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তাঁর মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্লাস্টিক পণ্য, আবাসন, গণমাধ্যম, তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। বেঙ্গল কমার্শিয়াল নামে একটি নতুন ব্যাংকেরও অনুমোদন পেয়েছেন জসিম উদ্দিন। তিনিই ব্যাংকটির চেয়ারম্যান পদে রয়েছেন।

সভাপতি পদের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে কয়েক মাস আগেই সবুজসংকেত পান জসিম উদ্দিন। ফলে সভাপতি পদে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে সহসভাপতি পদ নিয়ে বেশ দর-কষাকষি হয়েছে। শেষ পর্যন্ত জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন এম এ মোমেন, মো. আমিন হেলালী ও মো. হাবিব উল্লাহ ডন। আর চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন মো. আমিনুল হক শামীম, সালাহউদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান।

উল্লেখ্য, ২০২১-২৩ মেয়াদের জন্য সংগঠনটিতে মোট পরিচালক পদ ৮০টি। এসব পদ আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগে জেলাভিত্তিক বাণিজ্য সংগঠন বা চেম্বার থেকে ৪০ জন পরিচালক হন। বাকি পদ পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের জন্য সংরক্ষিত।

চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ জন মনোনীত পরিচালক পদের বিপরীতে আবেদন করেন ৩২ জন ব্যবসায়ী। অন্যদিকে সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপের ২৩ পরিচালক পদের বিপরীতে ২৫ জন প্রার্থী হয়েছিলেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ পদের বিপরীতে প্রার্থী হন ২৬ জন। তবে খেলাপি হওয়ায় অ্যাসোসিয়েশন গ্রুপের একজন প্রার্থিতা হারান।

এরপরও চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ২ জন করে ৪ জন বেশি প্রার্থী ছিলেন। পরে সমঝোতার মাধ্যমে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ জন্য সাধারণ সদস্যরা গত ৫ মে আর ভোট দেওয়ার সুযোগ পাননি।

সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার পর এফবিসিসিআইয়ের পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছেন ৭০-এ। তার মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৫ জন। বাকিরা চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন। যদিও দুটি পরিচালক পদ শূন্যই থাকছে।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুধবার এফবিসিসিআইয়ের দায়িত্ব নেবে জসিম উদ্দিন পর্ষদ

পোস্ট হয়েছে : ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বাধীন নতুন পর্ষদ আগামী দুই বছরের জন্য সংগঠনটির দায়িত্ব নেবে আগামী বুধবার। এর আগে গত বুধবার সংগঠনটির ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত পর্ষদের চূড়ান্ত ফলাফল জানান এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।

সেখানে বলা হয়, এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম ও তাঁর পর্ষদ ১৯ মে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি জসিম উদ্দিন ২০১০-১২ সালে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তাঁর মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্লাস্টিক পণ্য, আবাসন, গণমাধ্যম, তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। বেঙ্গল কমার্শিয়াল নামে একটি নতুন ব্যাংকেরও অনুমোদন পেয়েছেন জসিম উদ্দিন। তিনিই ব্যাংকটির চেয়ারম্যান পদে রয়েছেন।

সভাপতি পদের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে কয়েক মাস আগেই সবুজসংকেত পান জসিম উদ্দিন। ফলে সভাপতি পদে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে সহসভাপতি পদ নিয়ে বেশ দর-কষাকষি হয়েছে। শেষ পর্যন্ত জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন এম এ মোমেন, মো. আমিন হেলালী ও মো. হাবিব উল্লাহ ডন। আর চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন মো. আমিনুল হক শামীম, সালাহউদ্দিন আলমগীর ও এম এ রাজ্জাক খান।

উল্লেখ্য, ২০২১-২৩ মেয়াদের জন্য সংগঠনটিতে মোট পরিচালক পদ ৮০টি। এসব পদ আবার দুই ভাগে বিভক্ত। এক ভাগে জেলাভিত্তিক বাণিজ্য সংগঠন বা চেম্বার থেকে ৪০ জন পরিচালক হন। বাকি পদ পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের জন্য সংরক্ষিত।

চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ জন মনোনীত পরিচালক পদের বিপরীতে আবেদন করেন ৩২ জন ব্যবসায়ী। অন্যদিকে সরাসরি ভোটের জন্য চেম্বার গ্রুপের ২৩ পরিচালক পদের বিপরীতে ২৫ জন প্রার্থী হয়েছিলেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ পদের বিপরীতে প্রার্থী হন ২৬ জন। তবে খেলাপি হওয়ায় অ্যাসোসিয়েশন গ্রুপের একজন প্রার্থিতা হারান।

এরপরও চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ২ জন করে ৪ জন বেশি প্রার্থী ছিলেন। পরে সমঝোতার মাধ্যমে ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ জন্য সাধারণ সদস্যরা গত ৫ মে আর ভোট দেওয়ার সুযোগ পাননি।

সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার পর এফবিসিসিআইয়ের পরিচালকের সংখ্যা দাঁড়িয়েছেন ৭০-এ। তার মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৫ জন। বাকিরা চেম্বার গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন। যদিও দুটি পরিচালক পদ শূন্যই থাকছে।

বিজনেস আওয়ার/১৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: