স্পোর্টস ডেস্ক : দুর্বল ব্রাইটনের কাছে হেরে গেছে আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ব্রাইটনীর কাছে ২-৩ ব্যবধানে হেরে গেছে সিটিজেনরা।
ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে তারকা খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রাম দেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচের দশম মিনিটে লাল কার্ড দেখেন হোয়াও ক্যানসেলো।
যদিও প্রথমার্ধের যোগ করা সময়ে ফোডেনের গোলে ব্যবধান দ্বিগুণ করেছিল সিটিজেনরা। ইল্কায় গুন্ডোগান এবং ফিল ফোডেনের গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ম্যান সিটি।
এরপরই দৃশ্যপট বদলে দেয় ব্রাইটন। দ্বিতীয় গোল হজমের দুই মিনিট পর লেয়ান্দ্রো তোসার্দের গোলে ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধে ট্রোসার্ড, ওয়েবস্টার এবং বার্নের গোল জয় ছিনিয়ে নেয় ব্রাইটন।
টিম ওয়েবস্টারের মাধ্যমে সমতাসূচক গোলটি আসে ৭২ মিনিটের মাথায়। আর সবশেষ ৭৬ মিনিটে গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দেন ড্যান বার্ন।
এ ম্যাচে হেরেও শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৩৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। আর ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে উঠে আসা চেলসির পয়েন্ট ৬৭।
বিজনেস আওয়ার/১৯ মে, ২০২১/এ