স্পোর্টস ডেস্ক : তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে বিরতিতে যাওয়া লিভারপুল রোববার (২১ জুন) রাতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে এভারটনের মাঠ গুডিসন পার্কে।
ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও কার্লো আনচেলত্তির শিষ্যদের রক্ষণদেয়াল ভাঙতে পারেননি মোহামেদ রবার্তো ফিরমিনো-সাদিও মানেরা। উল্টো শেষদিকে গোল হজম করতে বসেছিল ক্লপের দল। তবে সে যাত্রায় বাঁচান অ্যালিসন। পুরো ম্যাচেই দারুণ সব সেভ দিয়েছেন এ ব্রাজিলিয়ান গোলরক্ষক।
৩০ বছর পর এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের খুব কাছাকাছি লিভারপুল। সেই স্বপ্ন নিয়ে পুনরায় অভিযান শুরু করে হোঁচট খাওয়ায় খুশি নন কোচ ক্লপ। লিগের ৩০ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
বিজনেস আওয়ার/২২ জুন, ২০২০/এ