স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় ফরাসি কাপ জিতল পিএসজি। ফরাসি কাপের ফাইনালে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এ নিয়ে মোট চতুর্দশ শিরোপা জিতল।
বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধে মাউরো ইকার্দি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ইকার্দির গোলেও সহায়তা করেন ফরাসি তারকা এমবাপ্পে।
চোট ও নিষেধাজ্ঞার জন্য পূর্ণ শক্তির দল পাননি পচেত্তিনো। কার্ডের খড়গে কাটা পড়েন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। তার অনুপস্থিতিতে সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল পিএসজির খেলায়।
১৯তম মিনিটে মোনাকোর ডি-বক্সের মুখে মুহূর্তের অমনোযোগীতায় এমবাপ্পের কাছে বল হারান ডিফেন্ডার আকসেল দিসাসির। গোলে শট না নিয়ে এমবাপ্পে বল দেন ইকার্দিকে। গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
বিরতির পর ৮১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আনহেল দি মারিয়ার ডিফেন্স চেরা পাস পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন তিনি। আর এতেই শিরপা নিশ্চিত হয় পিএসজির।
বিজনেস আওয়ার/২০ মে, ২০২১/এ