ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আতালান্তাকে হারিয়ে ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস

  • পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • 39

স্পোর্টস ডেস্ক : দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল জুভেন্টাস। ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। বুধবার রাতে রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে এ জয়ে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নর হলো তুরিনের বুড়িরা।

দেজান কুলুসেভস্কির গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

জুভেন্টাস ৩১তম মিনিটে এগিয়ে যায়। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। অবশ্য ৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোল করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।

৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। ফিরতি পাস ধরে ‘ওয়ান-অন-ওয়ানে’ জয়সূচক গোলটি করেন তিনি।

বিজনেস আওয়ার/২০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আতালান্তাকে হারিয়ে ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস

পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল জুভেন্টাস। ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। বুধবার রাতে রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে এ জয়ে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নর হলো তুরিনের বুড়িরা।

দেজান কুলুসেভস্কির গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

জুভেন্টাস ৩১তম মিনিটে এগিয়ে যায়। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। অবশ্য ৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোল করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।

৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। ফিরতি পাস ধরে ‘ওয়ান-অন-ওয়ানে’ জয়সূচক গোলটি করেন তিনি।

বিজনেস আওয়ার/২০ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: