ঢাকা , শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বার্সায় যোগ দিচ্ছেন আগুয়েরো

  • পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • 29

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর সঙ্গে ম্যানসিটির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসেই। চলতি মৌসুমে মাত্র ১৮টি ম্যাচ খেলতে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল করেছেন ৪টি। স্বভাবতই তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ইংলিশ ক্লাবটি।

এদিকে বার্সেলোনারও একজন স্ট্রাইকার খুব দরকার। লুইস সুয়ারেজ চলে যাওয়ার পর আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে গেছে ক্লাবটির। এমন পরিস্থিতিতে মৌসুম শেষে ‘ফ্রি’ হয়ে যাওয়া আগুয়েরোর চেয়ে ভালো পছন্দ আর হতে পারতো না ক্লাবটির।

স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমের খবর, প্রায় অর্ধেক বেতনে দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন তিনি।
সিটিতে আগুয়েরোর বেতন ছিল ১১.৯৭ মিলিয়ন ইউরো। সেখানে বার্সার সঙ্গে তার চুক্তির অঙ্কটা শোনা যাচ্ছে ৫ মিলিয়ন ইউরো। যা তার পূর্বের বেতনের অর্ধেকের চেয়েও অনেক কম।

তবে বার্সার সঙ্গে চুক্তি পাকাপাকি হয়ে গেলেও ইতিহাদ স্টেডিয়ামে ফেয়ারওয়েল ম্যাচটা পাবেন আগুয়েরো। রোববার এভারটনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে লিগ চ্যাম্পিয়নরা। এরপরের শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ম্যান সিটির জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা আছে আগুয়েরোকে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বার্সায় যোগ দিচ্ছেন আগুয়েরো

পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর সঙ্গে ম্যানসিটির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসেই। চলতি মৌসুমে মাত্র ১৮টি ম্যাচ খেলতে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল করেছেন ৪টি। স্বভাবতই তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ইংলিশ ক্লাবটি।

এদিকে বার্সেলোনারও একজন স্ট্রাইকার খুব দরকার। লুইস সুয়ারেজ চলে যাওয়ার পর আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে গেছে ক্লাবটির। এমন পরিস্থিতিতে মৌসুম শেষে ‘ফ্রি’ হয়ে যাওয়া আগুয়েরোর চেয়ে ভালো পছন্দ আর হতে পারতো না ক্লাবটির।

স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমের খবর, প্রায় অর্ধেক বেতনে দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন তিনি।
সিটিতে আগুয়েরোর বেতন ছিল ১১.৯৭ মিলিয়ন ইউরো। সেখানে বার্সার সঙ্গে তার চুক্তির অঙ্কটা শোনা যাচ্ছে ৫ মিলিয়ন ইউরো। যা তার পূর্বের বেতনের অর্ধেকের চেয়েও অনেক কম।

তবে বার্সার সঙ্গে চুক্তি পাকাপাকি হয়ে গেলেও ইতিহাদ স্টেডিয়ামে ফেয়ারওয়েল ম্যাচটা পাবেন আগুয়েরো। রোববার এভারটনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে লিগ চ্যাম্পিয়নরা। এরপরের শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ম্যান সিটির জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা আছে আগুয়েরোকে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: