ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে ন্যানসির ‘শুকনো মোমবাতি’

  • পোস্ট হয়েছে : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • 41

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ‘শুকনো মোমবাতি’ শিরোনামে নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। কবি ও নির্মাতা পলিন কাউসারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা। কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়নও করেছেন পলিন কাউসার।

নতুন গান প্রসঙ্গে ন্যানসি বলেন, গানটি পলিন কাউসারের লেখা ও সুর এবং আমাদের সবার প্ৰিয় রাজন সাহার সংগীতায়োজনে ভিন্নধর্মী একটি কাজ। গতানুগতিক ধারার বাইরের এই গান আমার মতো আপনাদেরও ভালো লাগবে নিশ্চই। শুনে দেখুন।

পলিন কাউসার বলেন, গানটি এমনভাবে সৃষ্টির চেষ্টা করেছি, যেন মানুষ নিজস্ব একটি রিদমে একে খুব সহজেই মেলাতে পারে। ন্যানসি আপুর গায়কী ও রাজন দার সংগীতায়োজনে এটি প্রাণ পেয়েছে। আশা করি প্রত্যকেরই গানটি ভালো লাগবে।

সংগীত পরিচালক রাজন সাহা বলেন, গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। ন্যানসির অনবদ্য কণ্ঠের যাদু শ্রোতাদের দারুণ স্পর্শ করেছে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউটিউবে ন্যানসির ‘শুকনো মোমবাতি’

পোস্ট হয়েছে : ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ‘শুকনো মোমবাতি’ শিরোনামে নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। কবি ও নির্মাতা পলিন কাউসারের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা। কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়নও করেছেন পলিন কাউসার।

নতুন গান প্রসঙ্গে ন্যানসি বলেন, গানটি পলিন কাউসারের লেখা ও সুর এবং আমাদের সবার প্ৰিয় রাজন সাহার সংগীতায়োজনে ভিন্নধর্মী একটি কাজ। গতানুগতিক ধারার বাইরের এই গান আমার মতো আপনাদেরও ভালো লাগবে নিশ্চই। শুনে দেখুন।

পলিন কাউসার বলেন, গানটি এমনভাবে সৃষ্টির চেষ্টা করেছি, যেন মানুষ নিজস্ব একটি রিদমে একে খুব সহজেই মেলাতে পারে। ন্যানসি আপুর গায়কী ও রাজন দার সংগীতায়োজনে এটি প্রাণ পেয়েছে। আশা করি প্রত্যকেরই গানটি ভালো লাগবে।

সংগীত পরিচালক রাজন সাহা বলেন, গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি। ন্যানসির অনবদ্য কণ্ঠের যাদু শ্রোতাদের দারুণ স্পর্শ করেছে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: