ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বসুন্দরী’ এখন অনলাইন মুভি থিয়েটারে

  • পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • 67

বিনোদন ডেস্ক : গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘বিশ্বসুন্দরী’ ছবিটি ঈদ উপলক্ষে দেশের ২০টি প্রেক্ষাগৃহপ্রদর্শিত হচ্ছে। এবার ডিজিটাল দুনিয়াতেও অবমুক্ত হয়েছে পরীমণি-সিয়াম জুটির প্রথম ছবি। শুক্রবার (২১ মে) থেকে অনলাইন মুভি থিয়েটারে দেখা যাচ্ছে ছবিটি।

প্রযোজনা সংস্থা জানায়, দেশের বাইরের দর্শক ও মহামারী করোনার আশংকায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি তাদের কথা চিন্তা করে অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘বিশ্বসুন্দরী’ । খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেয়া যাবে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র।

ছবিটি দেখার জন্য https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা। এস এম এস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিট সংগ্রহ করতে বাংলাদেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন— মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট, বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট/ ডেবিট, স্ট্রাইপ, পে পাল, মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘন্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ ’ দেখতে পারবেন। সিয়াম-পরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ আরো অনেকে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘বিশ্বসুন্দরী’ এখন অনলাইন মুভি থিয়েটারে

পোস্ট হয়েছে : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

বিনোদন ডেস্ক : গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘বিশ্বসুন্দরী’ ছবিটি ঈদ উপলক্ষে দেশের ২০টি প্রেক্ষাগৃহপ্রদর্শিত হচ্ছে। এবার ডিজিটাল দুনিয়াতেও অবমুক্ত হয়েছে পরীমণি-সিয়াম জুটির প্রথম ছবি। শুক্রবার (২১ মে) থেকে অনলাইন মুভি থিয়েটারে দেখা যাচ্ছে ছবিটি।

প্রযোজনা সংস্থা জানায়, দেশের বাইরের দর্শক ও মহামারী করোনার আশংকায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি তাদের কথা চিন্তা করে অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘বিশ্বসুন্দরী’ । খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেয়া যাবে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র।

ছবিটি দেখার জন্য https://bishwoshundori.maasranga.tv/ এই লিংকে প্রবেশ করে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে এক বা একাধিক টিকিটের জন্য আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা। এস এম এস বা ই-মেইলের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করা যাবে।

টিকিট সংগ্রহ করতে বাংলাদেশের দর্শকরা বিল পরিশোধ করতে পারবেন— মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স, ডিবিবিএল নেক্সাস, কিউ-ক্যাশ, ইউনিয়ন পে, নগদ, রকেট, বিকাশ-এ। দেশের বাইরের দর্শকরা ভিসা ক্রেডিট/ ডেবিট, স্ট্রাইপ, পে পাল, মাস্টারকার্ডের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

দিনের চারটি নির্ধারিত সময়ের (বেলা ১২টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা) যে কোনো একটি নির্বাচন করে একজন দর্শক ১২ ঘন্টার মধ্যে এক বা একাধিকবার ‘বিশ্বসুন্দরী’ ’ দেখতে পারবেন। সিয়াম-পরী ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ আরো অনেকে।

বিজনেস আওয়ার/২২ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: