ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মধ্য জুনে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান!

  • পোস্ট হয়েছে : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • 37

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে টানা প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর আগামী জুন মাসের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল মঙ্গলবার বা বুধবার সংবাদ সম্মেলনে করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, চলমান ছুটি ২৯ মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যপারে খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। দু-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে ব্রিফিং করবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে নতুন করে সরকারি বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে বিধিনিষেধের মেয়াদ পর্যন্ত পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমনিতেই বন্ধ থাকছে। তবে এরপর কয়দিন ছুটি বাড়ানো হবে তা ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে টিকাদান চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলাকালে অনলাইনে, সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি। বন্ধ থাকা অ্যাসাইনমেন্ট শিগগিরই চালু করা হবে।

উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় তা বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মধ্য জুনে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান!

পোস্ট হয়েছে : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে টানা প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর আগামী জুন মাসের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল মঙ্গলবার বা বুধবার সংবাদ সম্মেলনে করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, চলমান ছুটি ২৯ মে থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যপারে খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। দু-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী এ ব্যাপারে ব্রিফিং করবেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে নতুন করে সরকারি বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে বিধিনিষেধের মেয়াদ পর্যন্ত পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমনিতেই বন্ধ থাকছে। তবে এরপর কয়দিন ছুটি বাড়ানো হবে তা ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে তার আগেই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তাহলে টিকাদান চলাকালেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে সরকারের।

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি চলাকালে অনলাইনে, সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়া অনলাইন ক্লাস পরিচালিত হবে যথারীতি। বন্ধ থাকা অ্যাসাইনমেন্ট শিগগিরই চালু করা হবে।

উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় তা বাড়িয়ে ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৪ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: