ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু আরও কমেছে

  • পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • 55

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩৮ হাজার।

মঙ্গলবার (২৫ মে) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮১৭ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৪৯৮ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ১৩৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ১১১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪ হাজার ৪১৮ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৬ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন।

এছাড়া ফ্রান্সে ৫৬ লাখ ৫ হাজার ৮৯৫ জন, রাশিয়ায় ৫০ লাখ ৯ হাজার ৯১১ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৬৪ হাজার ৯০০ জন, ইতালিতে ৪১ লাখ ৯৪ হাজার ৬৭২ জন, তুরস্কে ৫১ লাখ ৯৪ হাজার ১০ জন, স্পেনে ৩৬ লাখ ৪৭ হাজার ৫২০ জন, জার্মানিতে ৩৬ লাখ ৫৯ হাজার ৯৯০ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৯৬ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৮ হাজার ৬৫৮ জন, রাশিয়ায় এক লাখ ১৮ হাজার ৮০১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৭২৪ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ৩৩৫ জন, তুরস্কে ৪৬ হাজার ৪৪৬ জন, স্পেনে ৭৯ হাজার ৭১১ জন, জার্মানিতে ৮৮ হাজার ৩৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২১ হাজার ৬৪৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনা শনাক্ত ও মৃত্যু আরও কমেছে

পোস্ট হয়েছে : ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৩৮ হাজার।

মঙ্গলবার (২৫ মে) আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮১৭ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৪৯৮ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ১৩৫ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার ১১১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪ হাজার ৪১৮ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬১ লাখ ২১ হাজার ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ২৬ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ২৪৯ জন।

এছাড়া ফ্রান্সে ৫৬ লাখ ৫ হাজার ৮৯৫ জন, রাশিয়ায় ৫০ লাখ ৯ হাজার ৯১১ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ৬৪ হাজার ৯০০ জন, ইতালিতে ৪১ লাখ ৯৪ হাজার ৬৭২ জন, তুরস্কে ৫১ লাখ ৯৪ হাজার ১০ জন, স্পেনে ৩৬ লাখ ৪৭ হাজার ৫২০ জন, জার্মানিতে ৩৬ লাখ ৫৯ হাজার ৯৯০ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৯৬ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৮ হাজার ৬৫৮ জন, রাশিয়ায় এক লাখ ১৮ হাজার ৮০১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৭২৪ জন, ইতালিতে এক লাখ ২৫ হাজার ৩৩৫ জন, তুরস্কে ৪৬ হাজার ৪৪৬ জন, স্পেনে ৭৯ হাজার ৭১১ জন, জার্মানিতে ৮৮ হাজার ৩৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ২১ হাজার ৬৪৭ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: