ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মান্নান জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম বলেন, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওই দিন সংগৃহীত নমুনায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এরপর আব্দুল মান্নানকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন।

বিজনেস আওয়ার/২৯ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মান্নান জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসএসএম ফাতেহ আকরাম বলেন, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিতসহ সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ওই দিন সংগৃহীত নমুনায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। এরপর আব্দুল মান্নানকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেলেন ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫৬ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮১১ জন।

বিজনেস আওয়ার/২৯ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: