ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন বাড়ল আরো ৭ দিন

  • পোস্ট হয়েছে : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। সোমবার (৩১ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, আগের ১১ দফা নির্দেশনার মধ্যে ছিল বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। কিন্তু আম কিনতে আসা ব্যাপারীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে। তাঁরা যথাযোগ্য প্রমাণ দিয়ে জেলায় আম কিনতে আসতে পারবেন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, সার্বিক বিবেচনায় করোনার সংক্রমণ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সব মিলিয়ে সংক্রমণের হার ৩৪ শতাংশ বলা হলেও আরটি পিসিআরের ফলাফলে সংক্রমণের হার ৭১ শতাংশ। এ হার উদ্বেগজনক হলেও এ নমুনা সংগ্রহ করা হয়েছিল সাত দিন আগে। তিনি জানান, রবিবার রাতে পাওয়া ফলাফল থেকে জানা গেছে, আরটি পিসিআরে পাঠানো ৬৩টি নমুনার মধ্যে ৪৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, জিন এক্সপার্ট পরীক্ষায় ১০ জনে ৪ জন ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২০৩ জনের মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্ত হয়েছে ২৭৬ জনে ৯৩ জন।

এদিকে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আজ জেলার প্রবেশপথগুলোয় কড়া অবস্থান দেখা গেছে। দিনের প্রথম ভাগে প্রশাসনের কঠোর তৎপরতা থাকায় লোকজন বাইরে খুব একটা বের না হলেও মফস্বল এলাকাগুলোয় বিকেলের পর মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা বেশ কম।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন বাড়ল আরো ৭ দিন

পোস্ট হয়েছে : ০২:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে চলমান বিশেষ লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। সোমবার (৩১ মে) জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, আগের ১১ দফা নির্দেশনার মধ্যে ছিল বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবে না। কিন্তু আম কিনতে আসা ব্যাপারীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা হয়েছে। তাঁরা যথাযোগ্য প্রমাণ দিয়ে জেলায় আম কিনতে আসতে পারবেন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, সার্বিক বিবেচনায় করোনার সংক্রমণ পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সব মিলিয়ে সংক্রমণের হার ৩৪ শতাংশ বলা হলেও আরটি পিসিআরের ফলাফলে সংক্রমণের হার ৭১ শতাংশ। এ হার উদ্বেগজনক হলেও এ নমুনা সংগ্রহ করা হয়েছিল সাত দিন আগে। তিনি জানান, রবিবার রাতে পাওয়া ফলাফল থেকে জানা গেছে, আরটি পিসিআরে পাঠানো ৬৩টি নমুনার মধ্যে ৪৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে, জিন এক্সপার্ট পরীক্ষায় ১০ জনে ৪ জন ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২০৩ জনের মধ্যে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে শনাক্ত হয়েছে ২৭৬ জনে ৯৩ জন।

এদিকে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আজ জেলার প্রবেশপথগুলোয় কড়া অবস্থান দেখা গেছে। দিনের প্রথম ভাগে প্রশাসনের কঠোর তৎপরতা থাকায় লোকজন বাইরে খুব একটা বের না হলেও মফস্বল এলাকাগুলোয় বিকেলের পর মানুষের মধ্যে লকডাউন মানার প্রবণতা বেশ কম।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: