ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে ডিপিএল শুরু করল আবাহনী

  • পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • 33

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে ৭ উইকেটের বড় জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে আবাহনী। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

সোমবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স। দলীয় ৮ রানেই অধিনায়ক সায়েম আলমের উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আরেক ওপেনার আব্বাস মূসাকেও সাজঘরের পথ দেখান রানা। মোসাদ্দেকের হাতেই ক্যাচ তুলে দিয়ে তিনি ফেরেন ১০ বলে ১৭ রান করে।

দ্রুত পারটেক্সের আরও দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এরপর অধিনায়ক তাসামুল হকের ৬৫ ও মঈন খানের ২২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে তারা। এরপর ম্যাচে হানা দেয় বৃষ্টি। ১০ ওভারে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৭০ রানের।

পারটেক্সের বিপক্ষে ওই ছোট্ট টার্গেট ছুঁতেও আবাহনীকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ১০ নম্বর ওভার থেকে আবাহনীর দরকার ছিল ৪ রানের। পেসার জয়নুলের করা শেষ ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহীম।

তবে তার আগে আবাহনী হারিয়ে বসে ৩টি উইকেট। আউট হন তিন বাঁ-হাতি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। প্রথম সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, ২ রানে। ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি।

তার সঙ্গী অপর ওপেনার নাইম শেখ (১৭ বলে ১৯) অফসাইডে তুলে মারতে গিয়ে আউট হন ওয়াইড লং অফে। আর চার নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ২ রান করে মিডউইকেটে ক্যাচ তুলে ফেরত আসেন।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জয় দিয়ে ডিপিএল শুরু করল আবাহনী

পোস্ট হয়েছে : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে ৭ উইকেটের বড় জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে আবাহনী। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কার্টেল ওভারে আবাহনীর সামনে ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে অধিনায়ক মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

সোমবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স। দলীয় ৮ রানেই অধিনায়ক সায়েম আলমের উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর আরেক ওপেনার আব্বাস মূসাকেও সাজঘরের পথ দেখান রানা। মোসাদ্দেকের হাতেই ক্যাচ তুলে দিয়ে তিনি ফেরেন ১০ বলে ১৭ রান করে।

দ্রুত পারটেক্সের আরও দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এরপর অধিনায়ক তাসামুল হকের ৬৫ ও মঈন খানের ২২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে তারা। এরপর ম্যাচে হানা দেয় বৃষ্টি। ১০ ওভারে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৭০ রানের।

পারটেক্সের বিপক্ষে ওই ছোট্ট টার্গেট ছুঁতেও আবাহনীকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। ১০ নম্বর ওভার থেকে আবাহনীর দরকার ছিল ৪ রানের। পেসার জয়নুলের করা শেষ ওভারের দ্বিতীয় বলে কভার দিয়ে বাউন্ডারি হাঁকিয়েই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহীম।

তবে তার আগে আবাহনী হারিয়ে বসে ৩টি উইকেট। আউট হন তিন বাঁ-হাতি নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব। প্রথম সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত, ২ রানে। ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি।

তার সঙ্গী অপর ওপেনার নাইম শেখ (১৭ বলে ১৯) অফসাইডে তুলে মারতে গিয়ে আউট হন ওয়াইড লং অফে। আর চার নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ২ রান করে মিডউইকেটে ক্যাচ তুলে ফেরত আসেন।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: