বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিজকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির দুটি পাওয়ার প্লান্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খুলনা পাওয়ার কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিপিডিবির সঙ্গে খুলনা পাওয়ারের দুটি প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) যথাক্রমে গত ২৮ মে এবং অপরটির ৩১ মে শেষ হয়েছে। যা নবায়ন না হওয়ায় কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপারা প্লান্টের ২৯ মে এবং ১১৫ মেগাওয়াটের কেপিসি ইউনিট ২ আজ বন্ধ হয়ে গেছে।
তবে চুক্তি নবায়নের জন্য খুলনা পাওয়ার কর্তৃপক্ষ সরকারের সঙ্গে চেষ্টা করছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৯.২০ শতাংশ, সাধারন বিনিয়োগকারীদের ২০.৫১ শতাংশ ও বিদেশীদের ০.৩০ শতাংশ মালিকানা রয়েছে।
সোমবার (৩১ মে) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাড়িঁয়েছে ৪০.৬০ টাকায়।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২১/আরএ
2 thoughts on “বন্ধ হয়ে গেল খুলনা পাওয়ারের দুই পাওয়ার প্লান্ট”