বিনোদন ডেস্ক : সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও চলমান করোনা মহামারীর কারণে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ ছবি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই এবার ছবিটি অ্যাপে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে এ কোরবানির ঈদে ‘বিদ্রোহী মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সেলিম খান।
তিনি বলেন, চাইলেও ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে পারছি না। কারণ সিনেমা হল বন্ধ। কখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, হলে দর্শক সমাগম হবে সেটা নিশ্চিত নয়। তাই অ্যাপেই এটি মুক্তি দেবো। আর যদি কোরবানি ঈদের সময় হল খোলা পাওয়া যায়, সব অনুকূলে থাকে তাহলে সিনেমা হল নিয়েও চিন্তা করবো।’
এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, সিনেমাটির বাজেট সব মিলিয়ে চার কোটি টাকা। সেই টাকা ঘরে তুলতে কত টাকা টিকিট নির্ধারণ করা হবে সে নিয়ে আলোচনা চলছে। শিগগিরই জানা যাবে অ্যাপে ‘বিদ্রোহী’ দেখতে কত গুনতে হবে দর্শককে।
প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, ‘বিদ্রোহী’ সিনেমাটিতে শাকিবের নায়িকা শবনম বুবলী। নতুন নায়িকা হিসেবে অভিষিক্ত হবেন সুচিস্মিতা মৃদুলা। সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
বিজনেস আওয়ার/০১ জুন, ২০২০/এ