বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫৯ লাখ ১০ হাজার ৯৫৩টি শেয়ার ৫৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৩৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।
এছাড়া এপেক্স ট্যানারির ১ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১১ লাখ ৫২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ২৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৫ লাখ টাকার, এমজেএলবিডির ৬ লাখ ৪৩ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৫ লাখ ১৩ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১০ লাখ ৪০ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ টাকার, সুহৃদের ৯৯ লাখ ৮২ হাজার টাকার, সিঙ্গার বিডির ৩৫ লাখ ১ হাজার টাকার, সিনোবাংলার ৫ লাখ ১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৫ লাখ ৫৫ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২০/এস