স্পোর্টস ডেস্ক : ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের হ্যামিল্টনে বেড়ে উঠলেও চাকুরি সুবাদে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা নিবিড় বন্ধুত্বের। সেই ভিনদেশী মানুষটিই করোনায় সৃষ্ট বাংলাদেশের অর্থনীতির বিষয়টি বিবেচনায় নিয়ে দাঁড়িয়েছেন প্রিয় কর্মস্থলের নিম্ন আয়ের মানুষের পাশে। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
গতমাসেই উনি জানিয়েছিলেন বোর্ডের নিম্ন আয়ের কর্মীদের সাহায্য করতে চান। সাবেক নন্দিত এই কিউই স্পিনার ও অধিনায়ক বিসিবির ১৩৬ স্বল্প আয়ের কর্মচারীকে দিয়েছেন প্রায় ৪ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সুত্র মঙ্গলবার (২৩ জুন) খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি নিয়োগ পেয়েছেন ২০১৯ সালের জুলাই মাসে। তবে চুক্তি অনুযায়ী কাজ শুরু করেছেন অক্টোবরের শেষ সপ্তাহে ভারত সিরিজের আগে।
বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: