স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা ইতালির সামনে দাঁড়াতেই পারেনি চেক প্রজাতন্ত্র। ম্যাচের দুই অর্ধেই দাপট ধরে রেখে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে রবার্তো মানচিনির দল। আগামী শুক্রবার তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ইতালি।
ম্যাচের ২৩তম মিনিটে ইতালিকে এগিয়ে নেন চিরো ইম্মোবিলে। প্রথমার্ধ শেষের ঠিক মিনিট তিনেক আগে ইতালিকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন বারেল্লা। ইন্টার মিলানের এই মিডফিল্ডারের শট একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে যায়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ইতালি। দুর্দান্ত আক্রমণে চেকদের কোনো সুযোগই দিচ্ছিল না তারা। ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ইনসিনিয়ে। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলেন বেরার্দি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২১/এ