স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলাকালে আবারও বিতর্ককের তালিকায় যোগ হলো আরেকটি অধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে এসে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন। ফলে সাকিবের ‘কারণে’ তদন্তের মুখে পড়তে হচ্ছে তার দল মোহামেডানকে।
ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক সিরিজের মানের জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগেই জানিয়েছিল, জৈব সুরক্ষা বলয় যে দল কিংবা ক্রিকেটার ভাঙবে, তাদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণা মতোই কাজ করতে যাচ্ছে সিসিডিএম।
জানা গেছে, গত ৪ জুন বৃহস্পতিবার অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভাঙেন মোহামেডান অধিনায়ক সাকিব। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
জৈব সুরক্ষা বলয় ভাঙার ঘটনায় গতকাল শনিবার বিকেলে বৈঠকে বসেছিল সিসিডিএম ও বিসিবির কর্তারা। ওই বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিবি।
সাকিব প্রসঙ্গে কাজী ইনাম বলেন, সাকিবের এমন ঘটনায় আমরা হতাশ। সিসিডিএম এবং বিসিবি বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। দেশের করোনা সংক্রমন পরিস্থিতিতে দল, ক্রিকেটার ও অফিসিয়াল নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে আমাদের বড় পরিমাণে অর্থ ও শ্রম ব্যয় করতে হয়েছে।
জানা গেছে, গত(শুক্রবার) মোহামেডানের ক্রিকেটারদের ছুটি থাকলেও মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেন সাকিব। এই অনুশীলনে সুরক্ষা বলয়ে না থাকা একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেছেন তিনি। শুধু তাই নয়, সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজন ফোনে ছবি তুলছিলেন।
বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২১/এ