ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত ফুটবলের লড়াই আজ

  • পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আবার বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ সময় আজ রাত আটটায় খেলাটি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের অক্টোবরে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধেই সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষের দিকে ডিফেন্ডার আদিল খানের গোলে সমতায় ফিরে স্বাগতিকেরা।

ভারত ফিফার তালিকায় অনেক এগিয়ে থাকলেও ২০১৯-এর ওই ম্যাচের মতো জম্পেশ লড়াই এবারও হবে, আশা করছেন সবাই। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে নিজেদের অবস্থান এগিয়ে নিতে নয়, বাংলাদেশের বিপক্ষে ফুটবলে একটা জয় অনেক দিন ধরেই অধরা ভারতের। ২০০৯ সালের পর আন্তর্জাতিক ফুটবলে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি।

বাংলাদেশও শেষবার ভারতকে হারিয়েছিল প্রায় ১৯ বছর আগে—২০০৩ সালে। । ভারত ও বাংলাদেশের সবশেষ তিনটি ম্যাচ ড্র হয়েছে। ভারতীয়দের চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও একটি তথ্য—এ তিনটি ম্যাচেই কোনোরকমে গোল পরিশোধ করে হারের লজ্জা থেকে পরিত্রাণ পেয়েছিল ভারত।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ-ভারত ফুটবলের লড়াই আজ

পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আবার বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বাংলাদেশ সময় আজ রাত আটটায় খেলাটি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের অক্টোবরে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বাছাইপর্বের প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধেই সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের শেষের দিকে ডিফেন্ডার আদিল খানের গোলে সমতায় ফিরে স্বাগতিকেরা।

ভারত ফিফার তালিকায় অনেক এগিয়ে থাকলেও ২০১৯-এর ওই ম্যাচের মতো জম্পেশ লড়াই এবারও হবে, আশা করছেন সবাই। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে নিজেদের অবস্থান এগিয়ে নিতে নয়, বাংলাদেশের বিপক্ষে ফুটবলে একটা জয় অনেক দিন ধরেই অধরা ভারতের। ২০০৯ সালের পর আন্তর্জাতিক ফুটবলে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি।

বাংলাদেশও শেষবার ভারতকে হারিয়েছিল প্রায় ১৯ বছর আগে—২০০৩ সালে। । ভারত ও বাংলাদেশের সবশেষ তিনটি ম্যাচ ড্র হয়েছে। ভারতীয়দের চিন্তা বাড়িয়ে দিচ্ছে আরও একটি তথ্য—এ তিনটি ম্যাচেই কোনোরকমে গোল পরিশোধ করে হারের লজ্জা থেকে পরিত্রাণ পেয়েছিল ভারত।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।

বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: