বিজনস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডকে বার্ষিক সাধারণ সভার (এজিএম) করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা ডাইংয়ের ২০১৮-২০১৯ অর্থবছর শেষে কোম্পানি আইনের শর্তানুযায়ী বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে পারেনি। ফলে কোম্পানির এজিএম করতে আদালতের অনুমোদন নিতে হয়েছে। আগামী ৮ সপ্তাহের মধ্যে কোম্পানির এজিএম করার জন্য উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন।
ঢাকা ডাইং শেয়ারবাজারে ২০০৯ সালে তালিকাভুক্ত হয়েছে।
বিজনেস আওয়ার/০৭ জুন, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: