স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনে লাল মাটির ক্লে কোর্টে ফেবারিটি হিসেবেই মাঠে নামেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। চলতি আসরের সেমিফাইনালেও বাজির দর ছিল নাদালের পক্ষেই। বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের বিপক্ষেও সবাই এগিয়ে রেখেছিলেন নাদালকেই।
ম্যাচের শুরুটাও তেমনভাবেই করেছিলেন নাদাল। কিন্তু পরে জকোভিচ বুঝিয়ে দিয়েছেন, কেনো তিনি এখন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। শুক্রবার রাতে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সেমি ফাইনালে নাদালকে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪) ও ৬-২ গেমে হারিয়ে এক সেট আগেই ম্যাচ জিতে নিয়েছেন জকোভিচ।
সবশেষ ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। পরের চার বছর শিরোপা ঘরে তুলেছেন নাদালই। এবার তাকে সেমিফাইনালেই বিদায় করে দিলেন সার্বিয়ান তারকা জকোভিচ। ২০০৫ সালে অভিষেকের পর ফ্রেঞ্চ ওপেন এ নিয়ে মাত্র তৃতীয় ম্যাচে হারলে ১৩বারের শিরোপা জয়ী নাদাল।
বিজনেস আওয়ার/১২ জুন, ২০২১/এ