বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশে এসে করোনা প্রাদুর্ভাবে আটকে পড়া ২৪৬ জন প্রবাসী বাংলাদেশি ফ্রান্সের উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার (২৪ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ফ্রান্সের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার প্রাদুর্ভাবের আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
এর আগে প্যারিসগামী এই ফ্লাইটের ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসী নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার। বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্যারিসগামী এসব যাত্রীদের ঢাকায় আনা হয়।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২০/এ