বিজনেস আওয়ার প্রতিবেদক : মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশকে দ্বিতীয় দফায় দেয়া উপহারের ছয় লাখ টিকা আজ (১৩ জুন) বিকেলে ঢাকায় এসে পৌঁছাতে পারে। এসব টিকা আনতে শনিবার (১২ জুন) রাতে চীন যায় দুটি সি-১৩০জে বিমান।
ঢাকায় চীনা দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। চীন সরকারের উপহারের এসব টিকা বিমানে বহন করে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। নয় দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।
পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।
বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২১/কমা