বিজনেস আওয়ার প্রতিবেদক : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের দ্বিতীয় ডেউয়ে যা একদিনে সর্বোচ্চ রেকর্ড । শনিবার (১৯ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে চুয়ডাঙ্গা সদর উপজেলায় ৩৫ জন, দামুড়হুদায় ৩৫ জন, আলমডাঙ্গায় চারজন ও জীবননগরে দুজন রয়েছেন। এদিন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। এদিকে চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, শুক্রবার (১৮ জুন) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা রোগী ছিলেন ৫০৮ জন। এদের মধ্যে হাসপাতালে রয়েছেন ৪৪ জন। আর রেফার্ড রয়েছেন চারজন। এছাড়া বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আরও ৪৬০ জন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৭১ রোগীর মধ্যে হাসপাতালে ১৯ জন ও বাড়িতে রয়েছেন ১৫১ জন। রেফার্ড রয়েছেন একজন। আলমডাঙ্গায় ৪৮ রোগীর মধ্যে বাড়িতে রয়েছেন ৪১ জন ও হাসপাতালে ছয়জন। একজন রয়েছেন রেফার্ড। দামুড়হুদায় ২০২ রোগীর মধ্যে বাড়িতে রয়েছেন ১৮৪ জন ও হাসপাতালে ১৬ জন। রেফার্ড রয়েছেন দুজন। জীবননগরে ৮৭ রোগীর মধ্যে বাড়িতে রয়েছেন ৮৪ জন ও হাসপাতালে তিনজন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১১ হাজার ৬৪৮ জনের নমুনা সংগ্রহ করেছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে মোট দুই হাজার ৫২৩ জনের। আর সুস্থ হয়েছেন এক হাজার ৯৩৮ জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘প্রশাসনের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি না মানলে জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে। সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২১/এ