বিজনেস আওয়ার প্রতিবেদক : সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সমাজ উন্নয়নে মৃত্যুঞ্জয়ী জিয়া’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মেগা প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যাটা হলো- গণলুট। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার প্রজেক্ট। এভাবে তারা মেগা প্রজেক্টগুলোকে টাকা বানানোর প্রজেক্ট হিসেবে নিয়েছে। অন্যদিকে দেখুন প্রত্যেকটি জায়গায় এমন এমন কাজ করা হচ্ছে, সেখানে ওই কাজের কোনো দরকারই নেই। গেট তৈরির জন্যে টাকা ব্যয় করা হচ্ছে।
স্বাস্থ্য খাত করুণ অবস্থায় রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন পর্যন্ত করোনার টিকার কোনো নিশ্চয়তা নেই। টিকার নিশ্চয়তা হবেও না। এই জন্যে যে যারা এই স্বাস্থ্যখাতের সঙ্গে জড়িত, টিকার সঙ্গে জড়িত, তারা সবাই দুর্নীতিতে জড়িত। এত বড় দুর্নীতি করছে, যে দুর্নীতির মাধ্যমে মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে।
দেশ যখন অন্ধকারের মধ্যে ছিল সেই সময় জিয়াউর রহমান জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। একটা রাজনৈতিক সংস্কারেও অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। গণমাধ্যমসহ সব বিষয়ে জিয়াউর রহমান অবদান রেখেছেন।
আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
বিজনেস আওয়ার/১৯ জুন, ২০২১/এ