ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনুস

  • পোস্ট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • 74

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছেড়ে দিলেন ইউনুস খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সাত মাসেই শেষ করে দেয়া হয়েছে দুই বছরের চুক্তিটি।

এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ইউনুস খানের মতো অভিজ্ঞ এবং দক্ষ একজন বিশেষজ্ঞকে হারানো আমাদের জন্য দুঃখজনক। আমরা দুই পক্ষ স্বতঃস্ফূর্তভাবে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এখন আমাদের ভিন্ন পথেই হাঁটা উচিত।

ইউনিস খানকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে নাতিদীর্ঘ এ দায়িত্বকালে দেয়া সার্ভিসের জন্য ইউনুস খানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আশা করছি, পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের মাঝে নিজের জ্ঞান বিতরণের জন্য সবসময়ই প্রস্তুত থাকবেন তিনি।

দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইউনুস খান। এর পেছনে অন্য কোনো কারণের কথাও উল্লেখ করেনি পিসিবি।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনুস

পোস্ট হয়েছে : ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মধ্যেই পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছেড়ে দিলেন ইউনুস খান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সাত মাসেই শেষ করে দেয়া হয়েছে দুই বছরের চুক্তিটি।

এ প্রসঙ্গে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, ইউনুস খানের মতো অভিজ্ঞ এবং দক্ষ একজন বিশেষজ্ঞকে হারানো আমাদের জন্য দুঃখজনক। আমরা দুই পক্ষ স্বতঃস্ফূর্তভাবে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এখন আমাদের ভিন্ন পথেই হাঁটা উচিত।

ইউনিস খানকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে নাতিদীর্ঘ এ দায়িত্বকালে দেয়া সার্ভিসের জন্য ইউনুস খানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আশা করছি, পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের মাঝে নিজের জ্ঞান বিতরণের জন্য সবসময়ই প্রস্তুত থাকবেন তিনি।

দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইউনুস খান। এর পেছনে অন্য কোনো কারণের কথাও উল্লেখ করেনি পিসিবি।

বিজনেস আওয়ার/২২ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: