ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্কটল্যান্ডকে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

  • পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • 36

স্পোর্টস ডেস্ক : ইউরোর শুরুতে একেবারেই সুবিধা করতে পারেনি ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের সঙ্গে হারের পর চেক রিপাবলিকের সঙ্গে ড্র করে তারা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে দলটি। ৩-১ গোলে জয়ের ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ডি গ্রুপের রানার আপ হয়ে শেষ ষোলোতে জ্লাতকো দালিদের দল।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ১৭তম মিনিটে গোলের উদ্দেশে নেওয়া নিজেদের প্রথম শটেই বাজিমাত ক্রোয়েশিয়ার। ডান দিক থেকে জোসিপ জুরানোভিচের এগিয়ে দেয়া বলে হেড করে নিকোলা ভ্লাসিচের কাছে পাঠান ইভান পেরিসিচ। বাঁ পায়ের শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

বিরতির আগে সমতায় ফেরে স্কটল্যান্ড। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। ডানপায়ের শটে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে জালে বল জড়ান ক্যালাম ম্যাকগ্রেগর।

মদ্রিচ ম্যাজিকে ম্যাচের দ্বিতীয়ার্ধ পুরোপুরি নিজেদের করে নেয় ক্রোয়াটরা। ৬২ মিনিটে কোভাচিচের কাছ থেকে বল পেয়ে নিশানাবাজি করতে ভুল করেননি ক্রোট অধিনায়ক। ডান পায়ের শটে ব্যবধান বাড়িয়ে ২-১ করেন মদ্রিচ। ম্যাচের ৭৭তম মিনিটে মদ্রিচের কর্নার থেকে পেরিসিচের হেড ব্যাকপোস্টে আঘাত করে জালে জড়ায়। এর সুবাদে ৩-১ গোলের জয় পায় ক্রোয়েশিয়া।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। তবে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে ক্রোয়েশিয়া, তৃতীয় স্থানে চেকরা।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্কটল্যান্ডকে হারিয়ে ইউরোর শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

পোস্ট হয়েছে : ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরোর শুরুতে একেবারেই সুবিধা করতে পারেনি ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের সঙ্গে হারের পর চেক রিপাবলিকের সঙ্গে ড্র করে তারা। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে দলটি। ৩-১ গোলে জয়ের ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ডি গ্রুপের রানার আপ হয়ে শেষ ষোলোতে জ্লাতকো দালিদের দল।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে ক্রোয়েশিয়া। ম্যাচের ১৭তম মিনিটে গোলের উদ্দেশে নেওয়া নিজেদের প্রথম শটেই বাজিমাত ক্রোয়েশিয়ার। ডান দিক থেকে জোসিপ জুরানোভিচের এগিয়ে দেয়া বলে হেড করে নিকোলা ভ্লাসিচের কাছে পাঠান ইভান পেরিসিচ। বাঁ পায়ের শটে বল জালে পাঠান ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।

বিরতির আগে সমতায় ফেরে স্কটল্যান্ড। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস ডি-বক্সে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। ডানপায়ের শটে চার ডিফেন্ডারের মাঝ দিয়ে জালে বল জড়ান ক্যালাম ম্যাকগ্রেগর।

মদ্রিচ ম্যাজিকে ম্যাচের দ্বিতীয়ার্ধ পুরোপুরি নিজেদের করে নেয় ক্রোয়াটরা। ৬২ মিনিটে কোভাচিচের কাছ থেকে বল পেয়ে নিশানাবাজি করতে ভুল করেননি ক্রোট অধিনায়ক। ডান পায়ের শটে ব্যবধান বাড়িয়ে ২-১ করেন মদ্রিচ। ম্যাচের ৭৭তম মিনিটে মদ্রিচের কর্নার থেকে পেরিসিচের হেড ব্যাকপোস্টে আঘাত করে জালে জড়ায়। এর সুবাদে ৩-১ গোলের জয় পায় ক্রোয়েশিয়া।

৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। তবে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে ক্রোয়েশিয়া, তৃতীয় স্থানে চেকরা।

বিজনেস আওয়ার/২৩ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: