বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ‘বিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’ নামে সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করবে। কোম্পানি আইন, ১৯৯৪ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ অনুযায়ী এই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে বে লিজিং।
বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটি গঠন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
বিজনেস আওয়ার/২৪ জুন, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: