বিজনেস আওয়ার প্রতিবেদক : সারাদেশে লকডাউন শুরুর আগের দিন ব্যাংকে গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রোববার (২৭ জুন) রাজধানীর মতিঝিল, গুলশান এলাকার ব্যাংকগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাধারণ লেনদেনের পাশাপাশি সঞ্চয়পত্র ক্রয় ও সুদের টাকা তোলার লম্বা লাইন দেখা গেছে ব্যাংকের শাখাগুলোতে।
সংশ্লিষ্টরা বলেন, আগামীকাল ২৮ জুন থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হচ্ছে। চলবে বুধবার (৩০ জুন) পর্যন্ত। ১ জুলাই থেকে শুরু হবে এক সপ্তাহের কঠোর লকডাউন। পরিস্থিতি বিবেচনা করে লকডাউন আরও বাড়তে পারে। এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছেন ব্যাংকগুলোতে।
এদিকে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সরকারি সিদ্ধান্তের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদের।
ব্যাংকাররা জানিয়েছেন, লেনদেনের সময় কমানো হলেও গ্রাহক কমেনি। লকডাউন দিলে সবার জন্য দেওয়া উচিত। অনেক অফিস খোলা থাকবে আবার অনেক অফিস বন্ধ এভাবে লকডাউন হয় না। অনেকেই ব্যাংকে আসেন। তাদের কাছ থেকে আমাদের কর্মকর্তারা আক্রান্ত হচ্ছেন।
রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে গ্রাহকের উপস্থিতি লক্ষ্য করার মতো। স্বাস্থ্যবিধি মেনে চলার অংশ হিসেবে আমরা সব সময় গ্রাহককে শাখায় প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা রেখেছি। লেনদেনের জন্য সামাজিক দূরত্ব মেনে অপেক্ষা করতে বলেছি।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ