বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএস এম ফাতেহ আকরাম।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। এ সময় ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩৯,আলমডাঙ্গায় ১১, দামুড়হুদায় ১৬ এবং জীবননগরে ৪০ জন। মারা যাওয়া একজন জীবননগর এবং একজন আলমডাঙ্গার বাসিন্দা।
করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের দুধবারী মণ্ডল (৭৫) ও আলমডাঙ্গা পৌরশহরের কোর্ট পাড়ার আব্দুল খালেক (৬৮)।
উপসর্গে মৃতরা হলেন- সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে ওদুপান (৬০), চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশান পাড়ার আব্দুল বারীর ছেলে ওসমান গনি (৬০), চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সৃষ্টি কর্মকারের ছেলে বাসুদেব কর্মকার (৬১), দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত আব্দুর রশিদের স্ত্রী রেনু বেগম (৭০), গোপিনাথপুর গ্রামের আব্দুল হাসেমের স্ত্রী লাকী বেগম (৪০), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কেষ্টপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম (৪০) এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৪০)।
বিজনেস আওয়ার/২৭ জুন, ২০২১/এ