ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হেফাজত নেতা আফেন্দী ৫ দিনের রিমান্ডে

  • পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : নাশকতা মামলায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা সুত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান রোববার (২৭ জুন) মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানির জন্য আজ সোমবার (২৮ জুন) দিন ধার্য করেন। এর আগে গত ৮ মে মঞ্জুরুলকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা লাঠিসোঁটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন থানার মামলার আসামি তিনি।

বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হেফাজত নেতা আফেন্দী ৫ দিনের রিমান্ডে

পোস্ট হয়েছে : ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : নাশকতা মামলায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা সুত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান রোববার (২৭ জুন) মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানির জন্য আজ সোমবার (২৮ জুন) দিন ধার্য করেন। এর আগে গত ৮ মে মঞ্জুরুলকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা লাঠিসোঁটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন থানার মামলার আসামি তিনি।

বিজনেস আওয়ার/ ২৮ জুন, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: