বিজনেস আওয়ার প্রতিবেক : গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে দুজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন রয়েছেন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজন মারা গেছে। হাসপাতালে সকাল পর্যন্ত ২০১ জন চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়েলো জোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
এছাড়া এ হাসপাতালের করোনা ইউনিটে ৮৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন এবং আইসিইউতে রয়েছেন পাঁচজন আর এইচডিইউতে আছেন ১০ জন।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২১/কমা