আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনে ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও এশিয়ার অন্যান্য দেশে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণের গতি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
এশিয়ার অল্প কয়েকটি দেশ ছাড়া বেশিরভাগ দেশে ভ্যাকসিন কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে। সে কারণে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে করোনার এই অতি সংক্রামক ধরন।
ইতোমধ্যে প্রায় ১০০টি দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট। যেসব জায়গায় টিকা দেয়ার হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনার এই অতি সংক্রামক ভ্যারিয়েন্ট।
ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা গত মে মাস থেকেই সংক্রমণের ঊধ্বগতি লক্ষ্য করা গেছে। নেপালে খুব ভালোভাবেই তাণ্ডব চালাচ্ছে করোনার এই ধরনটি। সংক্রমণ বাড়তে থাকায় স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে রয়েছে। চলতি মাসে আফগানিস্তানে সবচেয়ে বেশি সংক্রমন ঘটেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়াতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। ভারতের সঙ্গে বেশ কয়েকটি এলাকায় সীমান্ত থাকায় মে মাসের মাঝামাঝি থেকেই বাংলাদেশে সংক্রমণ বাড়তে দেখা গেছে।
বিজনেস আওয়ার/০৩ জুলাই, ২০২১/এ