ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৯ লাখ ৮৭ হাজার

  • পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে এখন পর্যন্তদ করোনা ভাইরাসে ১৮ কোটি ৪২ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ মানুষ।

রবিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৩৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৪৫৫ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩৩৯ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৮৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ২৬৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৪২১ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ১৬৯ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার ও মৃত্যু। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৯১২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর কয়েক দফায় পরিস্থিতির উন্নতি-অবনতি হয়। তবে গত কয়েক দিনের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৩৯ লাখ ৮৭ হাজার

পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে এখন পর্যন্তদ করোনা ভাইরাসে ১৮ কোটি ৪২ লাখ মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে মৃত্যু ছাড়িয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১৬ কোটি ৮৬ লাখ মানুষ।

রবিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৩৫ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৪৫৫ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৩৩৯ জন।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ৮৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ২৬৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৪২১ জন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ১৬৯ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৪২ হাজার ১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৯৯ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার ও মৃত্যু। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৯১২ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর কয়েক দফায় পরিস্থিতির উন্নতি-অবনতি হয়। তবে গত কয়েক দিনের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: