ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবি শিক্ষার্থীরা বাড়ি পৌঁছাতে বাস পাচ্ছেন

  • পোস্ট হয়েছে : ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • 48

বিজনেস আওয়ার প্রতিবেদক : পরীক্ষা দিতে এসে আটকেপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়িতে পৌঁছাতে বাস সুবিধা পাচ্ছেন। রোববার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দফতরে সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই একদিনের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ড. আনন্দ কুমার সাহা আরও বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়ি ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দফতরে সশরীরে এসে তথ্যাদি দিয়ে তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পর শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। গ্রামে গ্রামে পৌঁছে দেয়া সম্ভব নয়। তবে আশা করছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষা থেকে শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষা নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগ সব পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাবি শিক্ষার্থীরা বাড়ি পৌঁছাতে বাস পাচ্ছেন

পোস্ট হয়েছে : ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : পরীক্ষা দিতে এসে আটকেপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়িতে পৌঁছাতে বাস সুবিধা পাচ্ছেন। রোববার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বাড়ি পৌঁছানোর ব্যাপারে ছাত্র উপদেষ্টা বা প্রক্টর দফতরে সরাসরি জানায়নি কেউ। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং পরিবহন প্রশাসকের সঙ্গে আলোচনা করব। আলোচনার মাধ্যমে আগামী দুই একদিনের মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ড. আনন্দ কুমার সাহা আরও বলেন, কোন অঞ্চলের কত সংখ্যক শিক্ষার্থী রাজশাহীতে আটকে আছেন সেটি নির্দিষ্ট নয়। তাই বাড়ি ফিরতে চায় এমন শিক্ষার্থীদের প্রক্টর দফতরে সশরীরে এসে তথ্যাদি দিয়ে তালিকাভুক্ত করতে হবে। এতে কোন রুটে কতটি বাস প্রয়োজন হবে সেটি নির্ধারণ করতে পারবে প্রশাসন। তালিকা পাওয়ার পর শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। গ্রামে গ্রামে পৌঁছে দেয়া সম্ভব নয়। তবে আশা করছি ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।

এর আগে গত ২০ জুন থেকে বিভিন্ন বর্ষের ২০১৯ সালের এবং ৪ জুলাই থেকে ২০২০ সালের পরীক্ষা থেকে শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা পেয়ে পরীক্ষা নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগ। পরীক্ষার তারিখ ঘোষণায় রাজশাহীতে আসেন শিক্ষার্থীরা। কিন্তু লকডাউন বৃদ্ধির ফলে সংশ্লিষ্ট বিভাগ সব পরীক্ষা স্থগিত করে। এতে বাসায় ফেরা নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা।

বিজনেস আওয়ার/০৪ জুলাই, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: